ডাকঘর সঞ্চয় ব্যাংকের নতুন নিয়মাবলী - ২০২৪। ডাকঘর সঞ্চয় ব্যাংকে মুনাফা ১১.২৮%।
নতুন নিয়মে ডাকঘর সঞ্চয় ব্যাংক ও ডাকঘর সঞ্চয় ব্যাংক অনলাইন নিয়মাবলী।
ডাকঘর সঞ্চয় ব্যাংকের অনলাইনের নতুন নিয়মাবলী। ডাকঘর সঞ্চয় ব্যাংকে দুই ধরণের হিসাব রয়েছে,
১) সাধারণ হিসাব, ২) মেয়াদী হিসাব।
Post office savings bank account in bangladesh opening rules.
# সঞ্চয়পত্র বনাম ডাকঘর সঞ্চয়পত্রঃ
ডাকঘর সঞ্চয়- মেয়াদি হিসাব নিয়ে আজকের ভিডিও, ডাকঘর সঞ্চয় ব্যাংক- মেয়াদী হিসাব খোলতে যা যা লাগবে, ডাকঘর সঞ্চয় - মেয়াদী হিসাবে মুনাফা কত? কারা কারা ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব খোলতে পারবেন।
♦ ডাকঘর সঞ্চয় ব্যাংক নিয়ে কিছু প্রশ্নের সমাধান।
প্রশ্ন:
* ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদী হিসাবের মেয়াদ কত দিন?
- ৩ বছর ।
* ডাকঘর সঞ্চয় ব্যাংক -মেয়াদী হিসাব কি মেয়াদ পুর্তির পুর্বে ভাঙ্গানো যাবে?
- হ্যা যাবে।
ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদী হিসাবের মুনাফা কি তুলা যায়?
- ৬ মাস পরপর তুলা যায়।
* এক জন ব্যাক্তি কি একাধিক মেয়াদী হিসাব খুলতে পারবে?
- না।
* এক ব্যাক্তি কি একক ও যৌথ নামে ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদী হিসাব খোলতে পারবে?
- না।
* ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদী হিসাব কারা খোলতে পারবেন?
- সকল শ্রেণী - পেশার বাংলাদেশী নাগরিক।
* ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদী হিসাবে সর্বোচ্চ কত টাকা রাখা যায়?
- একক নামে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা এবং যৌথ নামে সর্বোচ্চ ২০ লক্ষ টাকার ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি খোলা যায়।
* ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদী হিসাবের মুনাফার উপর কত % উৎসকর কর্তন করে?
- ১০% হারে।
প্রশ্ন:
* ডাকঘর সঞ্চয় ব্যাংকের আওতায় ডাকঘর সঞ্চয় ব্যাংকের অনলাইনের নতুন নিয়মাবলী। Fixed deposit, post office FD. মেয়াদী হিসাব।।
* সাধারণ হিসাব খোলার সুবিধা কি?
- এক মাসেরও সুদ পাওয়া যায়।
সাধারন হিসাবের সুদের হার ৭.৫০%.
* হিসাব কি মেয়াদ পুর্তির পুর্বে ভাঙ্গানো যাবে?
- হ্যা যাবে।
সাধারণ হিসাবের মুনাফা কি তুলা যায়?
- ১ মাস পরপর তুলা যায়।
* এক জন ব্যাক্তি কি একাধিক মেয়াদী হিসাব খুলতে পারবে?
- না।
* এক ব্যাক্তি কি একক ও যৌথ নামে মেয়াদী হিসাব খোলতে পারবে?
- না।
* সাধারণ হিসাব কারা খোলতে পারবেন?
- সকল শ্রেণী - পেশার বাংলাদেশী নাগরিক।
* সাধারণ হিসাবে সর্বোচ্চ কত টাকা রাখা যায়?
- একক নামে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা এবং যৌথ নামে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা।
* সাধারণ হিসাবের মুনাফার উপর কত % উৎসকর কর্তন করে?
- ১০% হারে।
* সাধারণ হিসাবের মনোনয়নকৃত নমীনি কি পরির্বতন করা যায়?
- হ্যা।
# বিস্তারিত জানতে ভিডিও দেখুন।
* how long are the terms of fixed deposit?
- 3 years.
* Is the fixed deposit profits withdraw?
- yes.
* Post office savings deposit profits withdraw after one month.
* post office fixed deposit interest rate 7.50% after 1 year.
**************************************************************************