মেয়াদ পুর্তির পুর্বে পরিবার সঞ্চয়পত্র ভাঙ্গানোর নিয়ম - ২০২৪।
পরিবার সঞ্চয়পত্র ভাঙ্গানো। সঞ্চয়পত্র ভাঙ্গানোর নিয়ম।Withdraw pre matured pariber sanchayapatra.
মেয়াদ পূর্তিরপূর্বে পরিবার সঞ্চয়পত্র ভাঙ্গালে লাভ কত টাকা পাওয়া যায়। পরিবার সঞ্চয়পত্র মেয়াদ শেষ হবার আগে ভাঙ্গালে ১, ২, ৩, ৪, ৫ বছরে কত টাকা মুনাফা পাওয়া যায়, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে।
> পরিবার সঞ্চয়পত্রের মেয়াদ - ৫ বছর।
> সুদের হার - ১১.৫২%
♦মেয়াদের আগে পরিবার সঞ্চয়পত্র ভাঙ্গালে সুদের হারঃ
১ বছর শেষে মুনাফা ৯.৫০% হারে ৯৫০০ টাকা,
২ বছরে শেষে মুনাফা ১০% হারে ১০০০০*২=২০০০০টাকা,
৩ বছর শেষে মুনাফা ১০.৫০% হারে ১০৫০০*৩=৩১৫০০ টাকা,
৪ বছর শেষে মুনাফা ১১% হারে ১১০০০*৪=৪৪০০০ টাকা এবং
৫ বছর শেষে মুনাফা ১১.৫২% হারে ৫৭৬০০ টাকা
দেয়া হয়ে থাকে।
♦ মেয়াদ শেষে পরিবার সঞ্চয়পত্র ভাঙ্গানোর নিয়মঃ
পরিবার সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হবার পর সঞ্চয়পত্রের মুল টাকা ব্যাংক একাউন্টে জমা হবে। আর জমা না হলে যে প্রতিষ্টান থেকে ক্রয় করেছেন যেমন - ব্যাংক, পোস্ট অফিস, সঞ্চয় ব্যুরো অফিস ইত্যাদি সেখানে যোগাযোগ করলেই মুল টাকা ব্যাংক হিসাবে চলে আসবে।
পরিবার সঞ্চয়পত্র কিউঃ
> প্রশ্নঃ পরিবার সঞ্চয়পত্র কি অটো রিনিউ হয়?
= অটো রিনিউ হয় না।
> প্রতি লাখে মাসে লাভ কত?
= ৯৬০ টাকা, উৎসকর কর্তনের পর ৯১২ টাকা।
♦পরিবার সঞ্চয়পত্র ভাঙ্গানোর নিয়মঃ
>> বিস্তারিত ভিডিওতেঃ
#সঞ্চয়পত্র #পরিবার_সঞ্চয়পত্র #fa_post #postoffice #sanchayapatra
সঞ্চয়পত্র কি? সঞ্চয়পত্রে লাভ কেমন?
শেয়ার করার অনুরোধ রইলো।