প্রতি লাখে লাভ ৩৩,৮৪০/- টাকা অনলাইন ডাকঘর সঞ্চয় ব্যাংক - মেয়াদী হিসাব।

 ডাকঘর সঞ্চয় ব্যাংক- মেয়াদী হিসাব

(ডাকঘর সঞ্চয় ব্যাংক প্রবর্তন হয়: ১৮৭২ খ্রিঃ)

ডাকঘর সঞ্চয় ব্যাংক- মেয়াদী হিসাব

♦ মেয়াদী হিসাবের মেয়াদ হচ্ছে : ০৩ বছর।

১। মুনাফাঃ মেয়াদান্তে (৩ বছর)
মুনাফা ১১.২৮%।

তবে ১ (এক) বছর, ২ (দুই) বছর অথবা ৩ (তিন) বছর মেয়াদী হিসাব খোলা যায়। এক্ষেত্রে মুনাফার হার ১ (এক) বছরের জন্য ১০.২০%, ২ (দুই) বছরের জন্য ১০.৭০% এবং ৩ (তিন) বছরের জন্য ১১.২৮%। আমানতকারী ইচ্ছা করলে প্রতি ৬ মাস অন্তর মুনাফা উত্তোলন করতে পারেন। সে ক্ষেত্রেৃ,

 ১ম বছরে ৯.০০%,

 ২য় বছরে ৯.৫০% এবং

 ৩য় বছরে ১০.০০% 

হারে মুনাফা উত্তলোন করতে পারবেন।


♦♦যারা বিনিয়োগ করতে পারবেনঃ

(ক) সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিক।

(খ) নাবালকের পক্ষেও এ হিসাব খোলা যায়।


♦♦সঞ্চয় ব্যাংক বিনিয়োগের ঊর্ধ্বসীমাঃ   

একক হিসেবে ১০ লক্ষ টাকা এবং যুগ্ম হিসেবে ২০ লক্ষ টাকা।


৪। অন্যান্য সুবিধাঃ    

(ক) সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিক এ প্রকল্পে হিসাব খুলতে পারেন;

(খ) নমিনী নিয়োগ করা যায় / পরিবর্তন ও বাতিল করা যায়।


♦ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাব খোলতে যা যা লাগবেঃ

০১) পাসপোর্ট সাইজের ছবি ০২ কপি,

০২) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ০১ টি।

০৩) নমিনী'র পাসপোর্ট সাইজের ছবি ০২ কপি।

০৪) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ০১ টি।

০৫) নমিনী নাবালক হলে জন্মনিবন্ধন এবং সাথে অন্য একজনের/পরিচালনাকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।


♦♦ সঞ্চয়পত্র ও সঞ্চয় ব্যাংক ফরম সকল ডাউনলোডঃ https://nsd.finance.gov.bd/nsd/account/login?ReturnUrl=%2Fnsd%2Faccount%2Flogoff

 ♦প্রশ্ন ও উত্তরঃ

 * এক লাখ টাকায় কত লাভ হয়?

- ৩৩,৮৪০/- টাকা, উৎসকর ৩,৩৮৪/- টাকা কাটার পর নীট লাভ ৩০,৪৫৬/- টাকা।

* অনলাইনে ঘরে বসে হিসাব খোলা যায় কি?

- অনলাইনে নিজে নিজে হিসাব খোলা যায় না, স্বশরীরে পোস্ট অফিসে উপস্থিত হয়ে হিসাব খোল হয়।

* ছয় মাস পর এক লাখে কত টাকা লাভ হয়?

- ৩,৭৫০/- টাকা, উৎসকর ১০% হারে ৩৭৫/- কর্তনের পর নীট লাভ ৩,৩৭৫/- টাকা।

* ১ বছর পর এক লক্ষ টাকায় লাভ কত?

- ১০,২০০/- টাকা, উৎসকর ১০% হারে কর্তনের পর নীট লাভ ৯,১৮০/- টাকা।

* ০২ বছর পর এক লাখ টাকায় লাভ কত?

-২১,৪০০/- টাকা, উৎসকর ১০% হারে কর্তনের পর নীট লাভ ১৯,২৬০/- টাকা।

 * টাকা মার খাওয়ার কোন সম্ভাবনা আছে কি?

- না।

ডাকঘর সঞ্চয়-মেয়াদী হিসাবের মেয়াদ কত দিন?

- ৩ বছর ।

* ডাকঘর সঞ্চয়-মেয়াদী হিসাব কি মেয়াদ পুর্তির পুর্বে ভাঙ্গানো যাবে?

- হ্যা যাবে।

ডাকঘর সঞ্চয়-মেয়াদী হিসাবের মুনাফা কি তুলা যায়?

- ৬ মাস পরপর তুলা যায়।

* এক জন ব্যাক্তি কি একাধিক মেয়াদী হিসাব খুলতে পারবে?

- না।

* এক ব্যাক্তি কি একক ও যৌথ নামে ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদী হিসাব খোলতে পারবে?

- না।

* ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদী হিসাব কারা খোলতে পারবেন?

- সকল শ্রেণী - পেশার বাংলাদেশী নাগরিক।

* ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদী হিসাবে সর্বোচ্চ কত টাকা রাখা যায়?

- একক নামে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা এবং যৌথ নামে সর্বোচ্চ ২০ লক্ষ টাকার ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি খোলা যায়।

* ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদী হিসাবের মুনাফার উপর কত % উৎসকর কর্তন করে?

- ১০% হারে।

* মেয়াদী হিসাব-ডাকঘর সঞ্চয় কি স্বয়ংক্রিয়ভাবে পুন:বিনিয়োগ্য?

- না।

* ডাকঘর সঞ্চয়-মেয়াদী হিসাবে ৩ বছর শেষে মুনাফা কত টাকা?

- ৩৩,৮৪০ টাকা।

* ডাকঘর সঞ্চয়-মেয়াদী হিসাবে ৩ বছরে উৎসকর বাদে কত টাকা মুনাফা আসে?

- ৩০,৪৫৬ টাকা।

* ডাকঘর সঞ্চয়-মেয়াদী হিসাবের মনোনয়নকৃত নমীনি কি পরির্বতন করা যায়?

- হ্যা।

♣♣ আরো বিস্তারিত জানতে ভিডিও দেখুনঃ


ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাব দুই ধরণের -

০১) ডাকঘর সঞ্চয় সাধারণ হিসাব,

০২) ডাকঘর সঞ্চয় মেয়াদী হিসাব।


পোস্ট অফিস সঞ্চয় সার্চঃ

ডাকঘর সঞ্চয়

ডাকঘর সঞ্চয়পত্র

ডাকঘর সঞ্চয় ব্যাংক

ডাকঘর সঞ্চয় ব্যাংক ডিপিএস

ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব

ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব খোলার নিয়ম

ডাকঘর সঞ্চয় ব্যাংক- মেয়াদী হিসাব ২০২০

ডাকঘর সঞ্চয়পত্র কেনার নিয়ম

ডাকঘর সঞ্চয়পত্র ফরম

ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব খোলার জন্য আবেদন পত্র

ডাকঘর সঞ্চয়পত্র অনলাইন

ডাকঘর সঞ্চয় ব্যাংক- মেয়াদী হিসাব

ডাকঘর সঞ্চয় ব্যাংক- মেয়াদী হিসাব ২০২২

ডাকঘর সঞ্চয় মেয়াদী ফরম ডাউনলোড

ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব খোলার নিয়ম

ডাকঘর গল্প

ডাকঘর সঞ্চয়

ডাকঘর কাকে বলে

ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব খোলার জন্য আবেদন পত্র pdf

ডাকঘর কি

ডাকঘর অর্থ কি

ডাকঘর সঞ্চয় ব্যাংক কোথায়

ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব খোলার ফরম

ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব খোলার ফরম

ডাকঘরে টাকা রাখার নিয়ম

ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব ফরম ডাউনলোড

ডাকঘর সঞ্চয়পত্রের সুদের হার ২০২৩

ডাকঘর সঞ্চয়পত্রের সুদের হার ২০২২

ডাকঘর সঞ্চয়পত্র কেনার নিয়ম ২০২৩

ডাকঘর সঞ্চয় ব্যাংক ফরম

ডাকঘর সঞ্চয় ব্যাংক- মেয়াদী হিসাব ফরম

ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব ২০২৩

ডাক বিভাগ সঞ্চয়

ডাকঘর সঞ্চয় ব্যাংক- মেয়াদী হিসাব ২০২১

যৌথ নামে সঞ্চয়পত্র

ডাকঘর সঞ্চয় হিসাব

ডাকঘর পারিবারিক সঞ্চয়পত্র

এক সপ্তাহের নাম

বাংলাদেশ ডাকঘর সঞ্চয়পত্র

**************************************************************************************

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url