প্রবাসী কল্যাণ ব্যাংকে জামানতবিহীন ঋণ ও প্রবাসী ব্যাংক যত্ত সুযোগ সুবিধা বা সেবা সমুহ।
প্রবাসী কল্যাণ ব্যাংকে আশ্চর্যজনক সুযোগ সুবিধা। প্রবাসি ব্যাংক সেবা সমুহ - ২০২৪।
বাংলাদেশ হতে বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানী শুরু হয় ১৯৭৬ সাল থেকে। সময়ের সাথে তা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে বিশ্বের ১৭৬ টি দেশে ১ কোটির অধিক প্রবাসী বাংলাদেশি কর্মী জীবিকার প্রয়োজনে কর্মরত আছে। এসব বাংলাদেশিরা কর্মক্ষেত্রে মেধা, যোগ্যতা ও দক্ষতার ছাপ রেখে চলেছেন। তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত রেমিটেন্স (বৈদেশিক মুদ্রা) দেশের উন্নয়ন তথা অর্থনীতিতে বিরাট অবদান রাখছে। সরকার প্রবাসী কর্মীদের অবদানের বিষয়টি বিবেচনা করে, তাদের এবং দেশে বিদেশে কর্মীদের সাহায্য সহযোগিতা তথা আর্থিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষে সরকার "প্রবাসী কল্যাণ ব্যাংক "প্রতিষ্টা করে। আর প্রবাসী কল্যাণ ব্যাংক যেসব সেবা দিয়ে থাকে তা থাকছে আজকের পোস্টে, তাহলে চলুন দেখে প্রবাসি কল্যাণ ব্যাংক কি কি সেবা/ সুযোগ সুবিধা দিয়ে থাকে।
@@ প্রবাসী কল্যাণ ব্যাংক ওয়েব সাইটঃ এখানে
♦প্রবাসী কল্যাণ ব্যাংক আশ্চর্যজনক সুযোগ সবিধাঃ
#ঋণ সেবা-১) পুনর্বাসন ঋণ প্রদান,
২) অভিবাসন ঋণ প্রদান,
৩) প্রকাসি নারী পুনর্বাসন ঋণ প্রদান,
৪) নারী অভিবাসন ঋণ প্রদান,
৫) প্রবাসি আত্নকর্মসংস্থান ঋণ প্রদান,
৬) প্রবাসী কল্যাণ ব্যাংক সাধারণ ঋণ প্রদান,
৭) বিশেষ পুনর্বাসন ঋণ প্রদান,
৮) বঙ্গবন্ধু অভিবাসন বৃহৎ পরিবার ঋণ প্রদান।
♦ প্রবাসী কল্যাণ ব্যাংক আশ্চর্যজনক সেবা সমুহঃ
♣♣ সঞ্চয়ী সেবা সমুহ-১) প্রবাসী ব্যাংক সঞ্চয় প্রকল্প,
২) প্রবাসী কল্যাণ ব্যাংক বঙ্গবন্ধু সঞ্চয় স্কীম,
৩) বঙ্গবন্ধু ডাবল বেনিফিট স্কীম,
৪) বঙ্গবন্ধু শিক্ষা সঞ্চয়ী স্কীম ও
বিবাহ সঞ্চয়ী স্কীম।
♦♦ বিস্তারিত ভিডিওঃ এখানে
*******************************************************************************************
♦ ই পাসপোর্ট করুন ঘরে বসেঃ https://youtu.be/5ItnMn9UzqQ
♦সঞ্চয়পত্র বনাম ডাকঘর সঞ্চয় ব্যাংকঃ
https://youtu.be/saNsvrB7qwM
♦ নতুন নিয়মে ডাকঘর সঞ্চয় ব্যাংকঃ
https://youtu.be/g_VG8kxvwjk
♦ ডাকঘর সঞ্চয় ব্যাংক মুনাফার হারঃ
https://youtu.be/VgmEqm4zoLw
♦ ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ ও মেয়াদি হিসাবঃ
https://youtu.be/2uGzelkJyEE
♣♣ ই পাসপোর্ট আবেদনঃ https://www.epassport.gov.bd/landing/notices/34
********************************************************************************************
ট্যাগঃ
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম ২০২৪,
প্রবাসি ব্যাংকের শাখা কয়টি,
আমি প্রবাসী এপস,
প্রবাসী ব্যাংক লোন নিতে কি কি লাগে,
প্রবাসীদের শেষ পরিণতি কি,
কিভাবে প্রবাসী লোন পাব?
প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিভাবে লোন নিব,
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিতে কি কি লাগে,
প্রবাসী কল্যাণ ব্যাংকের ঠিকানা,
probashi loan,probashi loan bangladesh.