পোস্ট অফিসের মাধ্যমে দেশি বিদেশি চিঠি ও পার্সেল পাঠানো এবং অনলাইনে চেকিং বা ট্যাকিং করার নিয়ম।
পোস্ট অফিসের মাধ্যমে চিঠি ও পার্সেল পাঠানো এবং অনলাইনে ট্যাকিং বা চেক করার নিয়ম।
আসসালামু আলাইকুম,
বিশ্বের প্রাচীনতম প্রতিষ্ঠাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডাকঘর বা পোস্ট অফিস। এক সময় পোস্ট অফিস ছাড়া যোগাযোগের আর কোন মাধ্যম ছিল না। বর্তমানে পোস্ট অফিসের গুরুত্ব অনেকাংশে কমে গেছে। আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব এর কাছে ব্যক্তিগত চিঠিপত্র পাঠানো নাই বললেই চলে। তবে বর্তমানে পোস্ট অফিসের মাধ্যমে যেসব চিঠিপত্র প্রেরণ করা হয় তার প্রায় সবগুলিই চিঠি খুবই গুরুত্বপুর্ণ।
♦ পোস্ট অফিসে চিঠি বা পার্সেল পাঠানোর নিয়মঃ
প্রথমে যেসব ডকুমেন্টস বা কাগজপত্র, পার্সেল পাঠাবেন সেগুলি খামে বা প্যাকেটে প্রস্তুত করে প্রাপক ও প্রেরকের ঠিকানাসহ মোবাইল নাম্বার লিখে আপনার নিকটস্থ পোস্ট অফিসে যেতে হবে। সেখানে পোস্ট অফিস কাউন্টারে গিয়ে আপনার চিঠি বা প্যাকেট প্রথমে ওজন করাতে হবে, তারপর ওজন অনুযায়ী টাকা পরিশোধ করে রসিদ সংগ্রহ করতে হবে।
♦ পোস্ট অফিসে চিঠি পাঠানোর খরচঃ
♣ ১০০ গ্রাম পর্যন্ত - ০৫ টাকা, রেজিস্ট্রি ফি -০৩ টাকা, মোট=০৮ টাকা
♣ ১০১ গ্রাম হতে ০২ কেজি পর্যন্ত - ২৫ টাকা, রেজিস্ট্রি ফি - ০৩ টাকা, মোট = ২৮ টাকা।
♦ পোস্ট অফিসে পার্সেল পাঠানোর খরচঃ
♣ প্রথম ১ কেজি পর্যন্ত = ১৫ টাকা, রেজিস্ট্রি ফি ০৩ টাকা, মোট = ১৮ টাকা।
♣ পরবর্তী প্রতি কেজি বা তার অংশ বিশেষ = ১০ টাকা করে। যেমন- ০৫ কেজি হলে ( ১৫+৩+১০*৪ =৫৮) খরচ হবে।
♦ পোস্ট অফিসে চিঠি ও পার্সেল পাঠালে মেসেজ আসে মোবাইলেঃ
পোস্ট অফিসে চিঠি বা পার্সেল পাঠানোর সময় আপনি যদি প্রাপাক ও প্রেরকের ঠিকানার সাথে মোবাইল নাম্বার দেন তাহলে ইস্যু হওয়ার সাথে সাথে আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে। আর আপনার প্রদত্ত প্রাপকের ঠিকানার পোস্ট অফিস যখন চিঠি বা পার্সেল গ্রহণ করবে তখন প্রাপকের কাছে আরও একটি মেসেজ যাবে, মেসেজে বলা হবে আপনার নামে একটি চিঠি বা পার্সেল আসছে ঐ পোস্ট অফিসে। আপনার প্রাপক ফাইনালি যখন চিঠি বা পার্সেল গ্রহণ করবেন তখন আপনার মোবাইল আরোও একটি মেসেজ আসবে। মেসেজে বলা হবে আপনার ইস্যুকৃত চিঠি বা পার্সেল প্রাপকের কাছে পৌছে গেছে।
♦ পোস্ট অফিসে পাঠানো চিঠি পার্সেল ট্যাকিং করাঃ
বর্তমান সময়ে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠাতে গেলে আপনারদের মনে কমন দুটি প্রশ্ন আসে ১) চিঠি পৌছাবে তো, ২) প্রাপকের কাছে কবে চিঠি পৌছাবে? এসব প্রশ্নের উত্তর আজকের পোস্টে, আপনি যদি চিঠি রেজিস্ট্রি করে পাঠান তবে ঘরে বসে আপনার হাতের মোবাইল দিয়ে ট্যাকিং করে জানতে পারবেন কবে, কখন আপনার প্রাপক চিঠি পাবেন বা পেয়েছেন। কিভাবে ট্যাকিং করবেন বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে।
চিঠি পোস্ট করার পর পোস্ট অফিস আপনাকে এরকম একটা রসিদ দিবে, রসিদে ট্যাকিং আইডি ও ওয়েবসাইটের ঠিকনা দেয়া থাকবে। প্রথমে আপনাকে ঐ ঠিকানায় প্রবেশ করতে হবে, তারপর আইটেম আইডি দিয়ে ট্যাকিং সার্চ করলে পেয়ে যাবেন পোস্টকৃত পার্সেল চিঠির সকল হিস্ট্রি।
*****************************************************************************************
♦ Visit website: https://www.fapostbd.com/
♦ ই পাসপোর্ট করুন ঘরে বসেঃ https://youtu.be/5ItnMn9UzqQ
♦সঞ্চয়পত্র বনাম ডাকঘর সঞ্চয় ব্যাংকঃ
♦ নতুন নিয়মে ডাকঘর সঞ্চয় ব্যাংকঃ
♦ ডাকঘর সঞ্চয় ব্যাংক মুনাফার হারঃ
♦ ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ ও মেয়াদি হিসাবঃ
♣♣ ই পাসপোর্ট আবেদনঃ https://www.epassport.gov.bd/landing/notices/34
♦ ট্যাকিং লিঙ্কঃ https://reports.bpodms.gov.bd/
********************************************************************************************
পোস্টটি দরকারী মনে হলে দয়া করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন।
পোস্ট অফিস বিষয়ে যেকোন তথ্য জানতে চাইলে কমেন্ট করবেন। ধন্যবাদ।
* পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠানোর নিয়ম।
* পোস্ট অফিসের মাধ্যমে পার্সেল পাঠানোর নিয়ম।
* পোস্ট অফিসের মাধ্যমে বিদেশি চিঠি পাঠানোর নিয়ম।
* পোস্ট অফিসের মাধ্যমে বিদেশি পার্সেল পাঠানোর নিয়ম।
* পোস্ট অফিসের মাধ্যমে কি কি পাঠানো হয়?
* ডাকে চিঠি পাঠাতে কতদিন সময় লাগে।