নতুন, রিনিউ বা রি-ইস্যু ই পাসপোর্ট করতে যেসব ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে।

 ই পাসপোর্ট করতে যা যা লাগবে বা যেসব কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে।

আপনি যদি নতুন ই পাসপোর্ট বা পাসপোর্ট রিনিউ করতে চান,  তাহলে আজকের পোস্ট আপনার জন্য,  আর ই পাসপোর্ট করতে কি কি ডকেমেন্টস বা কাগজপত্র লাগে যাবতীয় বিষয় থাকছে আজকের লিখায়,  তাহলে চলুন শুরু করা যাক।

নতুন, রিনিউ বা রি-ইস্যু ই পাসপোর্ট করতে যেসব ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে।

ই পাসপোর্ট করতে কি কি লাগে। E passport required documents in Bangladesh - 2024.

ই পাসপোর্ট করতে কি কি লাগে।

১। জাতীয় ‍পরিচয়পত্র  অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ  অনুযায়ী আবেদন পত্র পূরণ করতে হবে।

২। অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র  নাই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র  নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

৩) ১৮ বছরের নিম্নে হলে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version).

৪) ১৮ থেকে ২০ বছর হলে জাতীয় ‍পরিচয়পত্র  অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) 

৫) ২০ বছরের উর্ধে হলে জাতীয় ‍পরিচয়পত্র  আবশ্যক । তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) গ্রহণযোগ্য হবে।

৬) ১৮ বছরের নিম্নের এবং ৬৫ বছরের ‍উর্ধ্বে সকল আবেদনে ই-পাসপোর্টের মেয়াদ হবে ৫ বছর এবং ৪৮ পৃষ্ঠার।

৭)  প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (G.O)/এনওসি (NOC)/ প্রত্যয়নপত্র/ অবসরোত্তর ছুটির আদেশ (PRL Order)/ পেনশন বই আপলোড/সংযোজন করতে হবে যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ Website এ আপলোড থাকতে হবে। 

৮) প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ/নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে।

৯) পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে।

১০) ৬ বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে থ্রি আর  সাইজের ( ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রউন্ড ) ছবি দাখিল করতে হবে।

১১) পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে ।

♣♣ আরো বিস্তারিত জানতেঃ

তথ্য সূত্রঃ 

বহিরাগমন শাখা ১ , সুরক্ষা সেবা বিভাগ , স্বরাষ্ট্র মন্ত্রণালয়স্মারক নং ৫৮.০০.০০০০.০৪০.০১.০০৩.১৬-১২৩৪

নিজে নিজে ই পাসপোর্ট করুন ঘরে বসেই। Online E- Passport Registration in Bangladesh.

#e_passport #fa_post #epassportapply #postofficeschemes #sanchayapatra #post_office

********************************************************************************************

ই পাসপোর্ট করুন ঘরে বসেঃ https://youtu.be/5ItnMn9UzqQ

সঞ্চয়পত্র বনাম ডাকঘর সঞ্চয় ব্যাংকঃ

https://youtu.be/saNsvrB7qwM

নতুন নিয়মে ডাকঘর সঞ্চয় ব্যাংকঃ

https://youtu.be/g_VG8kxvwjk

ডাকঘর সঞ্চয় ব্যাংক মুনাফার হারঃ

https://youtu.be/VgmEqm4zoLw

ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ ও মেয়াদি হিসাবঃ

https://youtu.be/2uGzelkJyEE


♣♣ ই পাসপোর্ট আবেদনঃ https://www.epassport.gov.bd/landing/notices/34

********************************************************************************************

Tags:

E passport apply online,e passport bd,how to apply e passport in bangladesh,e passport application form in bangladesh,e passport fee in bangladesh 2024,ই পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট কিভাবে করতে হয়,অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম,passport renewal fee,epassport application form bangladesh,ই পাসপোর্ট আবেদন করার নিয়ম,

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url